Wednesday, November 29, 2023
Home > খেলাধূলা > হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন: মাশরাফি

হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন: মাশরাফি

এপিপি বাংলা : করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মূর্তজা সুস্থ আছেন এবং তার স্বাস্থ্যের কোনো অবনতি হয়নি বলে তিনি নিজেই নিশ্চিত করেছেন। সোমবার বেলা সাড়ে ৪টার দিকে নিজের অফিসিয়াল ফেসবুক থেকে মাশরাফি তার সুস্থ থাকার কথা জানান।
তিনি লেখেন, ‘আমি এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক।’
সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পূর্ণভাবে ভিত্তিহীন। কোনো কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজ এ আপনারা বিচলিত হবেন না।’
সবশেষ নিজের সুস্থতার জন্য আবারও সবার কাছে দোয়া চেয়ে দেশের সফলতম অধিনায়ক বলেন, ‘সবাইকে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে।’
প্রসঙ্গত, দুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া মাশরাফির স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে আজ বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ হয়। এমন প্রেক্ষিতে জাতির কাছে নিজের সর্বশেষ অবস্থা তুলে ধরলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি।
এর আগে, জাতীয় দলের সাবেক বাহাতি ব্যাটসম্যান ও তামিম ইকবালের বড়ভাই নাফিস ইকবাল এবং জাতীয় দলের বাহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এদিকে, নাজমুল ইসলামের বাবা-মারও করোনাভাইরাস ধরা পড়েছে। তার মায়ের অবস্থা ভালো হলেও তার বাবার হৃদযন্ত্র-সংক্রান্ত জটিলতা থাকায় তিনি কিছুটা সংকটাপন্ন।
বাংলাদেশ এখন সোমবার পর্যন্ত এক লাখ ১৫ হাজার ৭৮৬ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন এবং ১৫০২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *