এপিপি বাংলা : উত্তর মেসিডোনিয়ার পুলিশ জানিয়েছে, তারা গ্রিস সীমান্তে একটি হাইওয়েতে ট্রাক থেকে ৬৪ জন বাংলাদেশী অভিবাসীকে উদ্ধার করেছেন।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, দেশটির দক্ষিণপূর্বাঞ্চল স্ট্রুমিকা থেকে সোমবার রাতে তাদের উদ্ধার করা হয়। তবে তল্লাশীকালে ট্রাকটির ড্রাইভার পালিয়ে যায়।
পরে উদ্ধার হওয়া অভিবাসীদের আটক করে সীমান্ত শহর গেভজেলিয়ার একটি ভবনে রাখা হয়। মার্কিন গণমাধ্যম দ্য সানদিয়াগো ইউনিয়ন ট্রিবিউন এ খবর দিয়েছে।
খবরে আরো বলা হয়, সুপরিচিত বলকান অভিবাসি রুট, বিশেষত সাবেক যুগোস্লাব রিপাবলিকের ভিতর দিয়ে চলা এ রুটটি ২০১৫ সাল থেকে বন্ধ রয়েছে এবং উত্তর মেসিডোনিয়ার সাথে গ্রিসের সীমান্তও করোনা মহামারির কারণে এ বছরের শুরুর দিক থেকে বন্ধ রয়েছে। কিন্তু পুলিশ বলছে, মানবপাচার নেটওয়ার্কগুলো সীমান্ত এলাকায় এখনো সক্রিয় রয়েছে।