Thursday, December 7, 2023
Home > আঞ্চলিক সংবাদ > তাসনুবা শামীম ফাউন্ডেশনের সহযোগিতায় কেন্দ্রিয় যুব মহিলালীগের নেত্রী এমবি কানিজের ত্রাণ বিতরণ

তাসনুবা শামীম ফাউন্ডেশনের সহযোগিতায় কেন্দ্রিয় যুব মহিলালীগের নেত্রী এমবি কানিজের ত্রাণ বিতরণ

এপিপি বাংলা : আজ (২৬ই জুন) শুক্রবার ঢাকার মোহাম্মদপুর এলাকায় প্রায় একশত প্রতিবন্ধী অসহায় নিত্যান্ত-ই গরীব পরিবারের জন্য করোনার এই দুর্যোগময় পরিবেশে ত্রাণ উপহার সামগ্রী বিতরন করেন কেন্দ্রিয় যুব মহিলালীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক, এম বি কানিজের সার্বিক তত্বাবধানে তাসনুবা শামীম ফাউন্ডেশনের সহযোগিতায় ড্রীম ফর ডিসএ্যাবিলিটি সংগঠন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কেন্দ্রিয় যুব মহিলালীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক, এম বি কানিজ, ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যন ও বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেটের অধিনায়ক হেদায়েতুল আজিজ মুন্না এবং “জয় বাংলা জিতবে এবার নৌকা”থিম সং এর পরিচালক তৌহিদ হোসেন, মধু হই হই গানের শিল্পী  ইমরান খাঁন ও আবদুল্লাহ আল জাবের প্রমুখ

কেন্দ্রিয় যুব মহিলালীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক, এম বি কানিজ বলেন, উপস্থিত সবার সহযোগিতা ও আজকের এই প্রতিবন্ধি সমাজের মুখে অন্নের যোগান দিতে সদূর লন্ডন থেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাসনুবা শামীম ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যন শামীম। আমি তাসনুুুবা শামীম ফাউন্ডেশন সকলকে ও উপস্থিত এই কাজে যারা সহযোগিতা করেছেন সময় শ্রম ও অর্থ দিয়ে প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি। মানুষ মানুষের জন্য।জীবন জীবনের জন্য। যার যার যায়গা থেকে আসুন অসহায় প্রতিবন্ধি ছিন্নমূল জনগুষ্টির পাশে দাঁড়ায় সামর্থ্য অনুযায়ি সহযোগিতা সহমর্মিতার হাত বাড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *