এপিপি বাংলা : রাজধানীর কমলাপুরের টিটিপাড়া মেথর পট্টির বস্তিতে আগুন লেগেছে। শুক্রবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে বস্তিটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট দেড় ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের স্টেশন অপারেটর বাবুল মিয়া জানান, মধ্যরাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। এছাড়া কেউ হতাহত হয়েছেন কিনা সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি। আগুনে বস্তিটির অনেকগুলো ঘর পুড়ে গেছে।