Friday, December 1, 2023
Home > জাতীয় সংবাদ > রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণা

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণা

এপিপি বাংলা : সংস্কার ও আধুনিকায়নের জন্য রাষ্ট্রায়ত্ত পাটকলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে শ্রমিকদের শতভাগ পাওনা বুঝিয়ে দেয়া হবে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর আধুনিকায়ন ও রি-মডেলিংয়ের জন্য উৎপাদন কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। এক্ষেত্রে শ্রমিকদের শতভাগ পাওনা বুঝিয়ে দেয়া হবে। তাদের আরো দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ দেবে সরকার। পরবর্তীতে কারখানা ফের চালু হলে নিয়োগের ক্ষেত্রে বর্তমান শ্রমিকদের অগ্রাধিকার দেয়া হবে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, এতদিন শ্রমিকরা ঠিকমতো তাদের বেতন পেতেন না। সে সব পাওনা টাকা এখন তাদের বুঝিয়ে দেয়া হবে। এক্ষেত্রে টাকা সরাসরি তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়া হবে। এ জন্য সরকার ইতোমধ্যে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

এর মধ্যে পাওনার ৫০ শতাংশ টাকা নগদ দেয়া হবে এবং বাকি ৫০ শতাংশ পারিবারিক সঞ্চয়পত্রের মাধ্যমে দেয়া হবে। মূলত শ্রমিকদের সুরক্ষার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেন তারা আগের চেয়ে ভালো থাকেতে পারেন, যোগ করেন ড. আহমদ কায়কাউস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *