এপিপি বাংলা : করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য স্থাপিত কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে আজ শনিবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় একজন এবং উপসর্গ নিয়ে ছয়জনসহ মোট সাতজন মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুজন নারী।
এ নিয়ে গত ৩১ দিনে এই হাসপাতালে ১৭৩ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় ২৯ জন এবং উপসর্গ নিয়ে ১৪৪ জনের মৃত্যু হয়।
হাসপাতালের পরিচালক চিকিৎসক মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ ভোর পাঁচটায় কুমিল্লার বরুড়া উপজেলার ওড্ডা গ্রামের ৬০ বছরের এক বৃদ্ধ করোনায় মারা যান। কোভিডের উপসর্গ নিয়ে আজ ভোররাত চারটায় মারা যান কুমিল্লার আদর্শ সদর উপজেলার ৬০ বছরের এক পুরুষ, গতকাল শুক্রবার দিবাগত রাত ১টা ২৫ মিনিটে মারা যান চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ৫০ বছরের এক নারী, রাত তিনটায় মারা যান গোপালগঞ্জ জেলার ৬২ বছরের এক নারী, রাত সাড়ে নয়টায় মারা যান কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫৩ বছরের এক পুরুষ, রাত ২টা ৫০ মিনিটে মারা যান চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭২ বছরের এক ব্যক্তি এবং রাত সাড়ে ১২টায় মারা যান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৭৫ বছরের এক বৃদ্ধ।
হাসপাতালের পরিচালক চিকিৎসক মো. মুজিবুর রহমান বলেন, ‘মৃত ব্যক্তিদের বেশির ভাগই কোভিডের উপসর্গ নিয়ে মারা যান। সংকটাপন্ন অবস্থায় তাঁরা হাসপাতালে আসেন। তখন শত চেষ্টা করেও কাউকে বাঁচানো সম্ভব হয় না। আমরা চেষ্টা করে যাচ্ছি।’
কুমিল্লা কোভিড হাসপাতালে আরও সাতজনের মৃত্যু
