Saturday, December 2, 2023
Home > প্রবাস > অবশেষে পাকিস্তানে আটক বাংলাদেশিদের ফেরত আনার নির্দেশ

অবশেষে পাকিস্তানে আটক বাংলাদেশিদের ফেরত আনার নির্দেশ

গত ২৮ জুন ‘পাকিস্তানের কারাগারে শিকলবন্দি ৯ বাংলাদেশি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে বাংলা ট্রিবিউন। এরপরই এ বিষয়ে তৎপর হয় পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের মিশনকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের দেশে ফেরত আনার জন্য। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সোমবার ( ৬ জুলাই) সাংবাদিকদের তিনি বলেন, ‘পাকিস্তানে আটজন আটক আছে। তারা ওমানে ছিলেন। মাছ ধরতে গিয়ে তারা পাকিস্তান সীমান্তে ঢুকে পড়েন। এটি গত অক্টোবরের ঘটনা। আমরা যখন খবর পেলাম তখন তাদের কাছে কোনও পাসপোর্ট বা অন্য কোনও কাগজ ছিল না।’

তিনি বলেন, সংবাদ দেখার পরে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাদের বিষয়ে জিজ্ঞেস করি। তারা আমাদের জানিয়েছে আটককৃতরা বাংলাদেশি নাগরিক। আমরা সঙ্গে সঙ্গ মিশনকে জানিয়েছি তাদের নিয়ে আসার বিষয়ে। তাদের শাস্তি হয়েছে কয়েক মাস জেল এবং তারা জেল খেটেছে। ফ্লাইট চালু হলে তারা ফেরত আসতে পারবে বলে জানান মন্ত্রী।

সূত্রঃ বাংলা ট্রিবিউন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *