এপিপি বাংলা : বাংলাদেশ থেকে ভিয়েতনামে ফেরা সেদেশের ১৪ জন নাগরিক করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। দেশটিতে এখন মোট ২৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ভিএনই এক্সপ্রেসের বরাতে জানা যায়, গত শুক্রবার শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং মালদ্বীপ থেকে দেশটিতে ২০০ জন নাগরিককে বিশেষ ফ্লাইটে ফেরানো হয়। এর মধ্যে সোমবার ১৪ জনের করোনা ধরা পড়ে। তারা সবাই বাংলাদেশ ফেরত।
সংবাদে আরো জানা যায়, এই রোগীদের হ্যানয়ের জাতীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ভিয়েতনামে আগে থেকে সংক্রমিত ১৫ জন ছয়টি ভিন্ন ভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
করোনা দারুণভাবে নিয়ন্ত্রণ করে আলোচনায় আসা ভিয়েতনামে এখন ১২ হাজার মানুষ কোয়ারেন্টাইনে আছেন। এর মধ্যে ১২০ জনকে রাখা হয়েছে হাসপাতালে। ১১ হাজারের বেশি মানুষ আছেন কোয়ারেন্টাইনের জন্য নির্ধারিত ভবনে।
ভিয়েতনামে কভিড-১৯ পজিটিভ হিসেবে এখন পর্যন্ত ৩৬৯ জন শনাক্ত হলেও কারো মৃত্যু হয়নি। সেরে উঠেছেন ৩৪১ জন।