Friday, December 1, 2023
Home > জাতীয় সংবাদ > ‌পাপুলের বিরুদ্ধে দেশেও তদন্ত হবে: আবদুল মোমেন

‌পাপুলের বিরুদ্ধে দেশেও তদন্ত হবে: আবদুল মোমেন

এপিপি বাংলা : বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য (এমপি) শহীদ ইসলাম পাপুল গ্রেফতারের ঘটনায় এখনও কুয়েত সরকার কোনো তথ্য দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ. কে আবদুল মোমেন। আজ মঙ্গলবার সকালে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

তিনি জানান, দেশেও তার বিরুদ্ধে তদন্ত করা হবে। পাপুল একজন ব্যবসায়ী হিসেবে কুয়েতে গিয়েছিলেন, সংসদ সদস্য হিসেবে নয়।

মন্ত্রী বলেন, কুয়েত সরকার আমাদের অফিসিয়ালি কিছু জানায়নি। আমরা এটা জানার পরপরই আমাদের রাষ্ট্রদূতকে বললাম, এটা সম্পর্কে আপনি সঠিক তথ্য নিয়ে আসেন, সে দেশের বক্তব্যটা নিয়ে আসেন; তার বিরুদ্ধে কি চার্জ করা হয়েছে। তার কোনো চার্জও করেনি। অভিযোগ দেখে যদি বোঝা যায় সত্যতা আছে তাহলে নিশ্চয় তদন্ত হবে। আর আমরা মানবপাচার, অর্থপাচার এইগুলোতে কোনো ছাড় দেব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *