Wednesday, October 4, 2023
Home > আন্তর্জাতিক > প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইমরান খানের ফোন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইমরান খানের ফোন

এপিপি বাংলা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টেলিফোনে কথা বলেছেন। আজ বুধবার দুই নেতার মধ্যে ফোনালাপ হয়েছে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ১টার দিকে ইমরান খান প্রধানমন্ত্রীকে ফোন করেন। এ সময় দুই নেতার মধ্যে ১৫ মিনিট কথা হয়।

দুই নেতা প্রথমে কুশলাদি বিনিময় করেন। তারপর ইমরান খান বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গৃহীত নানা পদক্ষেপের বিষয় ইমরান খানের কাছে তুলে ধরেন। এছাড়া তাদের মাঝে দেশের বন্যা পরিস্থিতি নিয়েও কথা হয়।

প্রেস সচিব জানান, এর আগে প্রধানমন্ত্রীর সাথে কথা বলার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে পাকিস্তান দূতাবাস।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *