Friday, December 1, 2023
Home > আন্তর্জাতিক > বিশ্বে করোনায় আবারো বেড়েছে প্রাণহানি

বিশ্বে করোনায় আবারো বেড়েছে প্রাণহানি

এপিপি বাংলা : সপ্তাহের শুরুতে কিছুটা কমলেও গত তিন দিনে করোনায় আবারো প্রাণহানি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে।

এশিয়ায় সবচেয়ে খারাপ অবস্থা ভারতের। একদিনে করোনায় সর্বোচ্চ ৯৪০ জন নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৪২ হাজারের বেশি মানুষের। ৬১ হাজার নতুন শনাক্ত নিয়ে আক্রান্ত ছাড়িয়েছে ২০ লাখ ৮৬ হাজার। ধুঁকছে লাতিন আমেরিকা। কলম্বিয়া, চিলি, পেরুতে বাড়ছে মৃত্যু। মেক্সিকোয়া প্রাণহানি ছাড়িয়েছে ৫০ হাজার।

ইউরোপের ইতালিতে আবার বেড়েছে করোনা সংক্রমণ। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৫৫২ জন। এর মধ্যে ভেনেটো অঞ্চলেই আক্রান্ত ১৮২ জন। বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৭ লাখ ২২ হাজারের বেশি। শনাক্ত হয়েছেন এক কোটি ৯৫ লাখ ছাড়িয়েছে।

দেশে আরো ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো তিন হাজার ৩৩৩ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন আরো দুই হাজার ৮৫১ জন করোনা রোগী। এ নিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৫০২ জনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *