এপিপি বাংলা : ১৭ আগস্ট ইংলিশ কোচ জেমি ডের ঢাকায় আসার কথা ছিল। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্ব সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করে ফিফা-এএফসি বাছাই পর্ব স্থগিত করেছে। বর্তমান অবস্থা বিবেচনা করে তাদের এই সিদ্ধান্তকে ‘সঠিক’ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশের প্রধান কোচ।
এএফসি বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই স্থগিত করার পর জাতীয় দলের ক্যাম্পও আগামীকাল (বৃহস্পতিবার) থেকে বন্ধ হয়ে যাচ্ছে। তাই ডের ঢাকায় আসা এখন ‘অমূলক’ হয়ে পড়েছে।
করোনার কারণে সৃষ্ট জটিলতায় দুই দফা বিশ্বকাপ বাছাই স্থগিত হলো। মার্চ থেকে জুনে ছিল চারটি ম্যাচ। সেটা স্থগিতের পর নতুন করে সময় নির্ধারণ হয় অক্টোবর-নভেম্বরে। বুধবার সেটাও স্থগিত করে দিয়েছে ফিফা-এএফসি। এখন ম্যাচ চারটি হবে আগামী বছরের সুবিধাজনক সময়ে।
বিশ্বকাপ বাছাই স্থগিত: বাংলাদেশ কোচ বলছেন, সঠিক সিদ্ধান্ত
