মোঃ শামসুদ্দিন জুয়েল : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ৫নং হরষপুর ইউনিয়নের হরষপুর খেয়াঘাট বাজারের মধ্যখানে হরষপুর মির্জাপুরের সড়কের উপর দাঁড়িয়ে থাকা বৈদ্যুতিক খুঁটি নিয়ে বিজয়নগর টোয়েন্টিফোর ডট কমে গত ৮আগস্ট তারিখে “রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি,ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল আতঙ্কে জনগন” শিরোনামে সংবাদ প্রচারের পরে নড়েচড়ে বসেন ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি।সংবাদ প্রকাশের ৮ দিনের মাথায় রাস্তার মাঝের খুঁটিটি আজ সরানো হল।
সরেজমিনে দেখা গেছে,বিজয়নগর উপজেলার উপজেলা মোড় থেকে মির্জাপুর টু হরষপুর রাস্তার মধ্যে ৫নং হরষপুর ইউনিয়ন পরিষদের হরষপুর খেয়াঘাট বাজারে মধ্যে ১২ ফুট প্রস্থের পিচ ঢালা সড়কটি ঠিক মধ্যখানে দীর্ঘ ২০ বছর যাবত বসে আছে সেই ঝুঁকিপূর্ণ খুঁটিটি বসানো ছিল।তা আজ মাটি ও পিচ ঢালায় সমান ভেঙ্গে তার বরাবর দক্ষিন পাশে পিচ ঢালায় এর ২/৩ ফুট দুরে বাসানো হয়েছে।
এতে করে আজ হরষপুরবাসী ও যানবাহনের ড্রাইভার স্তবধীর নিঃশ্বাস ফেলেছে। সবাই আজ খুশি।কৃতজ্ঞতা জানালেন বিজয়নগর টোয়েন্টিফোর ডট কম কর্তৃপক্ষের প্রতি।
স্থানীয় খেয়াঘাট বাজারের ফার্মেসী ব্যবসায়ী অপু আচার্য্য বলেন,গত ২০ বছরে এই খুঁটিটি ও মোড়টির কারনে চোখের সামনে অসংখ্য এক্সিডেন্ট দেখতে হয়েছে।একজনের জায়গায় মৃত্যুও দেখতে হয়েছে।প্রতিমাসেই এখানে ২/৪ টি এক্সিডেন্ট হয়। এই খুঁটিটি নিয়ে বিজয়নগর টোয়েন্টিফোর ডট কমে নিউজ প্রকাশের পরে যথাযথ কর্তৃপক্ষের ঘুম ভাঙ্গায় এলাকায় একটি ঝুঁকিপূর্ণ খুটির সরানো দেখতে পেলাম।অসংখ্য ধন্যবাদ বিজয়নগর টোয়েন্টিফোর ডট কমের সম্পাদকসহ কর্তৃপক্ষের সবাইকে।
ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির, বিজয়নগর সাব জোনালের এজিএম মোঃ সোহানুল ইসলাম জানান, পল্লী বিদ্যুৎ সাধারণত সড়কের উপর কোন খুঁটি স্থাপন করে না।তার পরেও হরষপুর খেয়াঘাট বাজারের মধ্যস্থানের যে খুঁটিটি ছিল সেটা আপনার মাধ্যমে সংবাদ পেয়ে সাথে সাথে ব্যবস্থাগ্রহণ করে আজ রাস্তা থেকে খুঁটিটি অপসারণ করেছি।যদি আরো কোন খুঁটি ঝুঁকিপূর্ণ জায়গায় থাকে তাহলে সেই গুলো সরানো ব্যবস্থা গ্রহন করা হবে বলেও সে জানান।