এপিপি বাংলা : সরকারের দেয়া সব শর্ত এবং করোনাকালের স্বাস্থ্যবিধি শতভাগ মেনেই পাঠদান কার্যক্রমে ফিরতে চায় দেশের ৬০ হাজার কিন্ডারগার্টেন। কিন্ডারগার্টেন মালিকদের পক্ষ থেকে সরকারের কাছে এ বিষয়ে লিখিত আবেদন জানানোর প্রস্তুতিও চলছে। তবে সর্বাগ্রে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতির বিষয়েও সরকারের দেয়া নির্দেশনা মানতে চায় তারা। শিগগিরই সাংগঠনিকভাবে এবং লিখিত আকারে সরকারের কাছে আবেদন জানাবে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্যপরিষদ।
এ দিকে স্বাস্থ্যবিধি মেনে দ্রুততম সময়ের মধ্যে দেশের কিন্ডারগার্টেন তথা ব্যক্তিমালিকানাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার জন্য প্রাথমিকভাবে নিজ নিজ উপজেলা ও জেলা শিক্ষা অফিসে দাবি জানিয়েছেন ঢাকাসহ দেশের অন্যান্য জেলার বেশ কিছু কিন্ডারগার্টের মালিক।
স্বাস্থ্যবিধি মেনে পাঠদানে ফিরতে চায় ৬০ হাজার কিন্ডারগার্টেন
