এপিপি বাংলা : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ) এর সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস অসুস্থ। মুফতি মুহাম্মদ ওয়াক্কাস এর ব্যক্তিগত সহকারি মুফতী রেদওয়ানুল বারী সিরাজী এপিপি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল সোমবার (৩১ আগস্ট) তার শরীরে হালকা জ্বরের প্রাদূর্ভাব দেখা দেয়। এর আগের দিন তিনি ঢাকা থেকে ফ্লাইটযোগে যশোর মনিরামপুর নিজ বাড়িতে যান। এরপরই তাঁর বুকে হালকা ব্যাথা অনুভব করেন। বর্তমানে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।
তিনি আরও জানান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহ-সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াককাস আগে থেকেই ব্রেন স্ট্রোক ও বাইপাস সার্জারির রোগী। উচ্চমাত্রার ডায়াবেটিসসহ আরো নানা অসুখও রয়েছে তাঁর। তিনি তাঁর সুস্ততার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।