Wednesday, November 29, 2023
Home > খেলাধূলা > পাঁচ মাস পর দেশে ফিরলেন সাকিব আল হাসান

পাঁচ মাস পর দেশে ফিরলেন সাকিব আল হাসান

এপিপি বাংলা : পাঁচ মাস পর দেশে ফিরলেন সাকিব আল হাসান। মঙ্গলবার দিবাগত রাত ২ টা ৫০ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। গত মার্চে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানেই এপ্রিল মাসে দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা হন তিনি।
বিমানবন্দর থেকেই বনানীর বাসায় গেছেন সাকিব। দুই-একদিনের মধ্যেই তাঁর করোনা পরীক্ষা হবে। ফল হাতে পাওয়ার আগ পর্যন্ত তিনি বাড়িতেই থাকবেন। ৫ সেপ্টেম্বরের দিকে তাঁর অনুশীলনের জন্য বিকেএসপিতে যাওয়ার কথা।
গত বছর অক্টোবরে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে তা না জানানোর অপরাধে এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। ২৯ অক্টোবর সেই নিষেধাজ্ঞা থেকে তাঁর মুক্তি মিলবে। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ক্রিকেটে ফিরতে চান তিনি। সে কারণেই বিকেএসপিতে নিবিড় অনুশীলন করবেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
বিসিবি প্রধান নাজমুল হাসান আগেই জানিয়ে দিয়েছেন, আসছে শ্রীলঙ্কা সফরে টেস্ট দিয়ে সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন সাকিব। এ মাসের শেষ দিকে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কা যাবে। সেখানে করোনা-সংক্রান্ত বিভিন্ন বিধি মানতে হবে দলকে। অক্টোবরের ২৩ তারিখ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। ৩১ অক্টোবর শুরু দ্বিতীয় টেস্ট থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *