সৌদিআরব জেদ্দায় অবস্থিত “আল বাইক” কোম্পানিতে জরুরী ভিক্তিতে ২০০ জনের নিয়োগ প্রদান করা হচ্ছে।
সৌদিআরব অবস্থানরত বাংলাদেশীদের জন্য সুবর্ণ সুযোগ ও অফারে এই নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানা যায়।
সৌদিআরব অবস্থানরত যে কেউ এই সুযোগ গ্রহন করতে পারবেন।৮ম শ্রেনী পাশ অনুর্ধ ৩০ বছরের ভিতরে যারা রয়েছে তারা আগামী বুধ বা বৃহস্পতিবারের মধ্যে যোগাযোগ করতে হবে।
আপনার যদি আকামা না থাকে বা পাসপোর্ট ও ভিসার যে কোন জটিলতা নিরসন করে কোম্পানি আপনাকে চাকুরী দিতে প্রস্তুত বলে একটি বিশ্বস্তসূত্রে জানা যায়।
বেসিক এক হাজার রিয়াল বেতনে নয় ঘন্টা ডিউটিতে ওভারটাইম দৈনিক ৪ থেকে ৬ ঘন্টা করার সুযোগ রয়েছে।প্রতি ঘন্টা ওভারটাইম ৬ রিয়াল হিসেবে প্রদান করা হবে।মাসে ৪ দিন ছুটির ২ দিন ওভারটাইম করতে হবে।মাসে ১০ বেলা খাবার বাবদ প্রতিবেলা ১৪ রিয়াল বরাদ্দ রয়েছে।
এছাড়াও দুই বছর পর পর আসা যাওয়ার টিকেটসহ ২ মাসের ছুটি ও ছুটি চলাকালীন ৪৫ দিনের বেতন প্রদান করবে।কোম্পানিতে ৫ বছর বা তার অধিক চাকুরী পরে যদি চলে যেতে চান তাহলে পেনশনের সুবিধার ব্যবস্থা রয়েছে।
আগামী বুধবার ও বৃহস্পতিবার ইন্ডারভিউ গ্রহন করা হবে।তার আগে যদি যোগাযোগ করে আসতে চান তাহলে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে।সৌদিআরব ও বাহারাইনেযে কোন জায়গা চাকুরী করতে প্রস্তুত এমন যারা আছেন নিম্ন ঠিকানায় যোগাযোগ করুন।
আল বাইক
জেদ্দা, সৌদিআরব
0570-090580
প্রেস বিজ্ঞপ্তি