Thursday, December 7, 2023
Home > আঞ্চলিক সংবাদ > নারায়ণগঞ্জে নামাজের সময় এসি বিস্ফোরণে হতাহতের ঘটনায় মহানগর খেলাফত মজলিসের শোক প্রকাশ

নারায়ণগঞ্জে নামাজের সময় এসি বিস্ফোরণে হতাহতের ঘটনায় মহানগর খেলাফত মজলিসের শোক প্রকাশ

গতকাল রোজ শুক্রবার রাত ৮:৪৫ মিনিটে এশারের নামাজের শেষে মুনাজাত রত অবস্থায় নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে এসির বিস্ফোরণে অন্তত ৪৫-৫০ জন মুসল্লি আগুনে পুড়ে আহত হয়েছে ও ১৫ জনের মৃত্যু।

বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সংগ্রামী সভাপতি , হাফেজ মাওলানা আবু সাঈদ,, সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ নুরে আলম এক যৌথ শোক বিবৃতিতে বলেন- নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে এশারের ফরজ নামাজ আদায়ের পর মুনাজাত রত অবস্তায় হঠাৎ একটি বিকট শব্দে এসির বিস্ফোরণ ঘটে। মসজিদে ভিতরে ৮ টি এসি ছিল। সবগুলো একসাথে বিস্ফোরিত হয়েছে। তাৎখনিক ভাবেই মসজিদের সর্বত্র আগুন ছড়িয়ে পড়ে। মসজিদে থাকা মুসল্লীদের গায়ে আগুনের ফুলকি গিয়ে পড়লে একে একে দগ্ধ হতে থাকে মুসল্লীরা। মসজিদের ভেতরে থাকা মুসল্লীদের আত্মচিৎকার শুনে। পরে আশেপাশের লোকজন গিয়ে তাদের কে উদ্ধার করে। তাদের অনেকের শরীর ও জামা কাপড় আগুনে পুড়ে যায়। সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে দগ্ধদের মধ্যে ৪১ জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

মহানগর সভাপতি হাফেজ মাওলানা আবু সাঈদ আরো বলেন- আগুনে দগ্ধ ইমাম, মুয়াজ্জিনসহ প্রত্যেক আহত মুসল্লীদের সুস্থতা কামনা করছি। আল্লাহ তা’য়ালা যেন ভাইদেরকে অতি দ্রুত সুস্থতার নেয়ামত দান করেন এবং আহতদের স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তিনি বলেন- দূর্ঘটনায় আহত প্রত্যেক মুসল্লীর চিকিৎসার যাবতীয় খরচ সরকারকে বহন করতে হবে
এবং তিতাস গ্যাস কে তার জন্য ক্ষতি পূরন দিতে হবে। তিনি আরো বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সকল দ্বায়িত্বশীল, কর্মী ছাত্রদেরকে আহত মুসল্লিদের পাশে থাকার আহবান জানান ৷

বার্তা প্রেরক
হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ
প্রচার ও প্রকাশনা সম্পাদক
বাংলাদেশ খেলাফত মজলিস
নারায়ণগঞ্জ মহানগর শাখা।

প্রেসবিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *