Thursday, December 7, 2023
Home > আঞ্চলিক সংবাদ > মসজিদে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২৪

মসজিদে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২৪

এপিপি বাংলা : নারায়ণগঞ্জে মসজিদে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত বেড়ে ২৪ জন হয়েছে। শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বাকি ১৪ জনের অবস্থাও সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক।

স্বজনরা জানান, চিকিৎসাধীন সবার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় দেহ ফুলে গেছে। কেউ কিছু খেতে পারছেন না। বেঁচে থাকা সবারই চেহারা পুড়ে বিকৃত হয়ে গেছে বলেও জানান স্বজনরা।

শুক্রবার রাতে এশার নামাজ চলাকালে ভয়াবহ বিস্ফোরণ ঘটে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে।

এসময় মসজিদের ছয়টি এয়ারকন্ডিশন, অ্যাডজাস্ট ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ও জায়নামাজ পুড়ে যায়। অধিকাংশ সিলিং ফ্যান নষ্ট এবং দরজা জানালার সব কাঁচ ভেঙে টুকরো হয়ে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *