Saturday, December 2, 2023
Home > আন্তর্জাতিক > ১ বছরে বেকার হবে ৪ কোটি ৭০ লাখ নারী: জাতিসংঘ

১ বছরে বেকার হবে ৪ কোটি ৭০ লাখ নারী: জাতিসংঘ

এপিপি বাংলা : করোনা মহামারিতে বেকারত্বের কারণে বিশ্বজুড়ে বেড়েছে দারিদ্র্য। পুরুষের তুলনায় বেশি দুর্দশাগ্রস্ত হয়েছেন নারীরা। জাতিসংঘ বলছে, এক বছরে ৪ কোটি ৭০ লাখের বেশি নারী কর্মসংস্থানের অভাবে দারিদ্রের মুখে পড়বে। তাদের বেশিরভাগই সাব সাহারান আফ্রিকা ও লাতিন আমেরিকার নাগরিক।

আট মাস ধরে চলা করোনা মহামারিতে স্থবির পুরো বিশ্ব। অতি সংক্রামক ভাইরাস ঠেকাতে লকডাউন আর কড়াকড়িতে বন্ধ ছোট-বড় প্রায় সব কর্মক্ষেত্র। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কিছু খোলা হলেও, স্বাভাবিকের চেয়ে অনেক কম কর্মী নিয়ে চলছে সেসব প্রতিষ্ঠান।

দীর্ঘ সময় বন্ধ থাকার ফলে অনেকেই পুঁজি হারিয়ে ব্যবসা গোটাতে বাধ্য হয়েছেন। আর যারা চালু করেছেন তারাও কর্মী ছাঁটাই করে কর্মস্থলের ব্যয় সংকোচনের দিকে ঝুঁকছেন।

এক কর্মহীন নারী বলেন, ২০১৯ সালের ডিসেম্বরে আমি চাকরিতে ঢুকি। করোনার কারণে মার্চের মাঝামাঝি কাজ হারাই। মহামারির ফলে নতুন করে কোন কাজও জুটছে না। তাই পথেই রাত কাটাতে বাধ্য হচ্ছি।

জাতিসংঘ বলছে, মহামারিতে পুরুষের তুলনায় বেশি চাকরি হারিয়েছেন নারীরা। বেকার নারীদের বেশিরভাগই সাব সাহারান আফ্রিকা ও লাতিন আমেরিকার নাগরিক।

আরো এক কর্মহীন নারী বলেন, আমি বাসা বাড়িতে কাজ করতাম। কিন্তু করোনার প্রকোপে সেই কাজ হারাই। সংক্রমণের ভয়ে নতুন কাজের সুযোগ নেই। পুরনো কাজ ফিরে পাওয়ার আশাও দেখি না। করোনার ধাক্কা সবচেয়ে বেশি রিটেইল কোম্পানি, রেস্টুরেন্ট এবং হোটেল ব্যবসায়। আর এসব সেক্টরে কর্মরত বেশিরভাগ কর্মীই নারী।

আগামী বছর প্রতি ১০০ জন পুরুষের বিপরীতে ১১৮ জন নারী বেকার হবে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। আর ২০৩০ সাল নাগাদ ব্যবধান আরো বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *