Wednesday, November 29, 2023
Home > আঞ্চলিক সংবাদ > ফেনীতে ৪৫ মিনিটেই হবে করোনা পরীক্ষা

ফেনীতে ৪৫ মিনিটেই হবে করোনা পরীক্ষা

এপিপি বাংলা : করোনাভাইরাস পরীক্ষার জটিলতা নিরসনে ফেনীতে চালু হয়েছে জিন এক্সপার্ট মেশিন। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শহরের মহিপালে বক্ষব্যাধি ক্লিনিকে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম।
উদ্বোধনকালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম সাংবাদিকদের বলন, এখন থেকে ফেনী জেলার নমুনা পরীক্ষা বক্ষব্যাধি ক্লিনিকে করা হবে। শুধু তাই নয়, জিন এক্সপার্ট মেশিনে যক্ষার পাশাপাশি করোনা পরীক্ষাও করা হবে।
জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন জানান, নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষা জট কমাতে ফেনীতে জিন এক্সপার্ট মেশিন স্থাপন করা হয়। ৮ লাখ টাকা ব্যয়ে মেশিনটি স্থাপনের ফলে নোয়াখালীতে করোনা পরীক্ষার জন্য নমুনা প্রেরণ করতে হবে না। জিন এক্সপার্ট মেশিনে করোনা পরীক্ষার মাধ্যমে ফেনীবাসী সুফল পাবে। এতে করে ব্যাপকহারে পরীক্ষা করা হবে। ৪৫ মিনিটেই পাওয়া যাবে পরীক্ষার প্রতিবেদন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *