Friday, December 1, 2023
Home > আঞ্চলিক সংবাদ > আবারো কাঠালবাড়িতে ফেরি বন্ধ, দৌলতদিয়ায় দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায়

আবারো কাঠালবাড়িতে ফেরি বন্ধ, দৌলতদিয়ায় দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায়

এপিপি বাংলা : পদ্মা নদীতে তীব্র স্রোত, নাব্য সঙ্কট ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে আবারো চলাচল বন্ধ হওয়ায় যানবাহনের দ্বিগুন চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। মঙ্গলবার সকালে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে সড়কে দুই শতাধিক বাস ও অন্যান্য ছোট গাড়ি নদী পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে। তবে অ্যাম্বুলেন্স, বাসসহ ছোট যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারপার করা হচ্ছে। আর ঘাটে যানজট এড়াতে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের গোয়ালন্দ মোড়ে প্রায় তিন শতাধিক পন্যবাহী ট্রাক গত ২/৩দিন ধরে সিরিয়ালে আটকে রেখেছে রাজবাড়ি।

ঘণ্টার পর ঘণ্টা দিনের পর দিন ফেরি পার হতে না পেরে দৌলতদিয়ার মহাসড়কে যানজটে আটকে থেকে বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন যানবাহন চালক ও যাত্রীরা। এতে খাবার ও রাত যাপনসহ চরম ভোগান্তি ও দুর্ভোগের মধ্যে রয়েছেন তারা।

যানবাহন চালকরা শিমুলিয়া-কাঠালবাড়ি ঘাটের ফেরিগুলো দৌলতদিয়ায় এনে দ্রুত গাড়ি পার করার আহবান জানিয়েছেন।

বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মাহাবুব হোসেন জানান, পাটুরিয়া প্রান্তে ড্রেজিং কার্যক্রম চলা ও পদ্মায় স্রোতের কারণে ফেরি চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। এছাড়াও শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি বন্ধ হওয়ায় ওই যানবাহনের চাপের কারণে ঘাট এলাকায় দুপুর থেকে গভীর রাত লম্বা সিরিয়াল তৈরি হচ্ছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট সচল হলে যানবাহনের চাপ অনেক কমে যাবে। যাত্রী ও যানবাহন পারাপারে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে বর্তমানে ১৬টি ফেরি চলাচল করছে।

তিনি আরো জানান, বর্তমানে এ রুটে ছোট গাড়ি পারাপারের সংখ্যা বেড়েছে। এখন সব মিলিয়ে প্রতি ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে তিন হাজার যানবাহন এ রুট দিয়ে নদী পারাপার হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *