Wednesday, November 29, 2023
Home > জাতীয় সংবাদ > করোনায় মারা গেল আরো ৩৬ জন, শনাক্ত ১৫৯৩

করোনায় মারা গেল আরো ৩৬ জন, শনাক্ত ১৫৯৩

এপিপি বাংলা : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৫৯ জনে।

করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়ে আরো ৩৬ জন মারা গেছেন। এ নিয়ে মোট প্রাণ গেলো ৪ হাজার ৮শ’ ৫৯ জনের। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় দেশের ৯৪টি পরীক্ষাগারে ১৩ হাজার ৭৬৯টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৬৭৩টি। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৯৩ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৪৪ হাজার ২৬৪ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৮৩ হাজার ৭৭৯টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৪৪৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৫০ হাজার ৪১২ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৫৬ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৩০ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭২ দশমিক ৭৪ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত করোনায় মোট মৃতের পুরুষ তিন হাজার ৭৮৮ (৭৭ দশমিক ৯৬ শতাংশ) এ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *