Thursday, December 7, 2023
Home > আন্তর্জাতিক > পুতিন-মোদি ফোনালাপ

পুতিন-মোদি ফোনালাপ

এপিপি বাংলা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস ও রুশ বার্তা সংস্থা তাস-এর প্রতিবেদন থেকে জানা গেছে, টেলিফোনে দ্বিপাক্ষিক এবং কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে আলোচনা করেছেন দুই নেতা।

শুক্রবার দুই নেতার আলোচনায় উঠে আসে দ্বিপাক্ষিক এবং কৌশলগত সম্পর্কের নানা দিক। ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করার ব্যাপারে পুতিনের ব্যক্তিগত উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানান মোদি। বলেন, ‘দুই দেশের মধ্যকার বিশেষ কৌশলগত সম্পর্ককে জোরদার করার ক্ষেত্রে আপনার ব্যক্তিগত ভূমিকা অস্বীকার করার কোনও উপায় নাই’।

পুতিন মোদির উদ্দেশে বলেছেন, ‘আপনার নেতৃত্বে ভারত সফলভাবে আর্থ-সামাজিক-বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির পথে ধাবিত হচ্ছে’।

ব্রাজিল-রাশিয়া-ভারত-চিন-দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিকস এবং এসসিও-র চেয়ারম্যান পদের দায়িত্ব সফল ভাবে পালন করার জন্য পুতিনকে এদিন ধন্যবাদও জানিয়েছেন মোদি। আর মোদিকে ৭০তম জন্মদিবসের শুভেচ্ছাও জানিয়েছেন পুতিন।

দুই নেতার মধ্যে করোনাভাইরাস মোকাবিলার পথ নিয়েও আলোচনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *