Wednesday, December 6, 2023
Home > প্রবাস > স্টার অব দ্যা ইয়ার ২০২০ সম্মাননা ভূষিত হলেন নাজমুল ইসলাম বাবুল

স্টার অব দ্যা ইয়ার ২০২০ সম্মাননা ভূষিত হলেন নাজমুল ইসলাম বাবুল

এপিপি বাংলা : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে সৃষ্ট প্রবাসীদের সংকটকালীন সময়ে তাদের পাশে থেকে সামাজিক সেবা অসামান্য অবদান প্রদানের জন্য নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশন জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা এসোসিয়েশন মালয়েশিয়া এর সভাপতি নাজমুল ইসলাম বাবুল স্টার অব দ্যা ইয়ার ২০২০ সম্মাননা প্রদান করেন।

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলা এসোসিয়েশন মালয়েশিয়া এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাহাদুজ্জামানকেও এই সম্মাননায় ভূষিত করা হয়েছে।

নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশন জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা এসোসিয়েশন মালয়েশিয়া এর সভাপতি নাজমুল ইসলাম বাবুল বলেন,করোনাকালীন সময় প্রবাসীদের পাশে থাকার জন্য যথেষ্ট চেষ্টা করেছে আমরা, কিন্তু অনেক প্রবাসীদের আমরা যথাযথ ভাবে করতে পারছিনা।যেকোনো দুর্যোগকালীন সময়ে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। তারপরও বলবো এই ধরনের সম্মাননা কাজের দায়িত্ব এবং কর্তব্য বৃদ্ধি করতে ভূমিকা রাখে। যতদিন বেঁচে থাকব প্রবাসীদের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *