Wednesday, December 6, 2023
Home > জাতীয় সংবাদ > ‘বঙ্গবন্ধু সূচনা করেছিলেন, শেখ হাসিনা পূর্ণতা দিয়েছেন’

‘বঙ্গবন্ধু সূচনা করেছিলেন, শেখ হাসিনা পূর্ণতা দিয়েছেন’

এপিপি বাংলা : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যুদ্ধবিধ্বস্ত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু  যেসব উন্নয়ন কার্যক্রমের সূচনা করেছিলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সেসব কার্যক্রমের পূর্ণতা দিয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)  রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম  জন্মদিন উপলক্ষে ৫২ ভাষায় অনুদিত ‘পিস অ্যান্ড হারমোনি’ শীর্ষক ১৬টি কাব্য সংকলনের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের বিপ্লব সাধিত হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘জাতির পিতা সমুদ্র আইন করে গিয়েছিলেন, বঙ্গবন্ধুকন্যা সমুদ্র বিজয় করেছেন। বঙ্গবন্ধু স্থল সীমা আইন করে গিয়েছিলেন, তারই কন্যা সফলভাবে ছিটমহল বিনিময়  সম্পন্ন করেছেন। বঙ্গবন্ধু বেতবুনিয়া ভু-উপগ্রহ কেন্দ্র স্থাপন করেছিলেন, তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন করেছেন। বঙ্গবন্ধু পদ্মা সেতুর স্বপ্ন দেখেছিলেন, শেখ হাসিনা পদ্মা সেতুকে বাস্তবে রূপ দিয়েছেন।’

অনুষ্ঠানে সাবেক সংস্কৃতি সচিব ও সাবেক প্রধান তথ্য কমিশনার কবি আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ অ্যাকাডেমি ট্রাস্টের ড. আবুল আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উদযাপনে জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. জীনাত ইমতিয়াজ আলী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমেদ রেজা প্রমুখ।

উল্লেখ্য, মুজিববর্ষ উদযাপনের ধারাবাহিকতায় মুজিবকন্যাকে নিবেদিত ‘পিস অ্যান্ড হারমোনি’ শীর্ষক ১৬টি কাব্য সংকলন প্রকাশিত হয়েছে ৫২ ভাষায়। অনুবাদক কবি আনিস মুহম্মদ গ্রন্থগুলো সম্পাদনা করেছেন এবং গৌরব প্রকাশন থেকে তা প্রকাশিত হয়েছে। কাব্য সংকলনগুলোতে কবি শামসুর রাহমান, কবীর চৌধুরী, সৈয়দ শামসুল হক, কবি রফিক আজাদ, কবি কামাল আবদুল নাসের চৌধুরীসহ দেশ বরেণ্য ৮১  জন কবির কবিতা অর্ন্তভুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *