Thursday, December 7, 2023
Home > আঞ্চলিক সংবাদ > বাবুরাইল যুবসমাজ ক্রিকেট টূনামেন্টের বিজয়ী গ্রেড টিম

বাবুরাইল যুবসমাজ ক্রিকেট টূনামেন্টের বিজয়ী গ্রেড টিম

খাদিজা আক্তার ভাবনা : নারায়ণগঞ্জ শহরের ১নং বাবুরাইল যুব সমাজের উদ্যোগে ক্রিকেট টূনামেন্ট-২০২০ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ হাসান টিমকে ২২ রানে হারিয়ে টূনামেন্টের চ্যাম্পিয়ন হন গ্রেড টিম।

শুক্রবার ২ অক্টোবর বাদ আসর শহরের ১নং বাবুরাইল খেলা মাঠে টূনামেন্ট কমিটির সভাপতি নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও দৈনিক খবরেরর পাতা বার্তা সম্পাদক ইমামুল হাসান স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রিয়াদ হাসান। বিশেষ অতিথি ছিলেন, মিঠু হাসান।

জাকঁজমক পূরণ টূনামেন্টের ১৬ টি স্থানীয় দল অংশগ্রহণ করেন।

সভাপতি ইমামুল হাসান স্বপন বলেন, আজ সমাজে ঐক্যের বড় অভাব। আমরা নিজের নাক কেটে অপরের অমঙ্গলের চেস্টা করি এটা ঠিক কাজ না। শিশু কিশোরদের সাথে যাতে প্রতি হিংসার বিস্তার না ঘটে সে জন্য আমাদের সচেতন হওয়া বাঞ্চনীয় সমাজের মন্দ লোকদের দূরে ঠেলে দিয়ে নয়। তাদের সংশোধনের জন্য দূরত্ব কমাতে হবে। এরপরেও যদি তারা সীমা লংঘন করেন, তবে চূড়ান্ত বয়কট করতে হবে।

রিয়াদ হাসান বলেন, খেলাধুলা মাধ্যমে সমাজ মাদকমুক্ত করা সম্ভব। করোনা এমনই মানুষকে ঘরবন্দি করে রেখেছ। বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম শিশুরা। করোনা কে জয় করে আমরা ফের সুন্দর পরিবেশ সৃস্টি করবো, ইনশাল্লাহ।

মিঠু হাসান বলেন, আমরা সকলকে নিয়ে একত্রে কাজ করলে সব কাজ সফল বয়ে আনবে। দেশের কল্যাণে যুবকদের কাজ করার উৎসাহ দিতে হবে। দেশ প্রেম যুবকদের মধ্যে সৃস্টি করলে, ভবিষ্যৎ সুন্দর গড়ে তোলা সম্ভব হবে।

পরে টূনামেন্টের ফাইনালে বিজয়ী দল গ্রেড টিমের অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *