Wednesday, November 29, 2023
Home > আন্তর্জাতিক > মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্ত্রী মেলানিয়ার করোনা পজিটিভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্ত্রী মেলানিয়ার করোনা পজিটিভ

এপিপি বাংলা : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাস এ আক্রান্ত হয়েছেন। এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প নিজেই করোনা পজিটিভ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

টুইট বার্তায় ট্রাম্প বলেন, আজ রাতে আমাদের করোনা ভাইরাস পজিটিভ এসেছে। সুস্থতার লক্ষ্যে আমরা দু’জনই কোয়ারেন্টাইন প্রক্রিয়া শুরু করছি।

এর আগে ট্রাম্পের উপদেষ্টা হোপ হিকসের করোনা ভাইরাস ধরা পড়ার পরেই মার্কিন প্রেসিডেন্ট কোভিড-১৯ টেস্ট করান। সেখানেই তাদের করোনা পজিটিভ ধরা পড়ে।

শুরু থেকেই ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসকে চীনা রোগ বলে উড়িয়ে দেন। এরপর ক্রমাগত আঘাত আসতে থাকে যুক্তরাষ্ট্রে। আক্রান্ত হতে থাকে লাখ লাখ মানুষ। মৃত্যু হয় হাজারে হাজারে। নড়েচড়ে বসেন ট্রাম্প। সেই সাথে হুমকি-ধমকিও চালু রাখেন।

ভাইরাস ক্রমাগত বৃদ্ধি পেলেও দেশের বিশেষজ্ঞ মহলের মতামতকে বিভিন্ন সময় অগ্রাহ্য করেছেন। নিয়মিত মাস্ক ব্যবহারের ঘোর বিরোধী ছিলেন ট্রাম্প। পরবর্তীতে অবশ্য তাকে মাস্ক পরতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *