এপিপি বাংলা : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, সরকারের জবাবদিহির অভাবেই সিলেটের এমসি কলেজে স্বামীর সামনে স্ত্রী গণধর্ষণের শিকার, এমন ঘটনা ঘটছে। দেশে ধর্ষণের ঘটনা এমনভাবে বেড়েছে—যাতে বিশ্বের সামনে আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। স্বামীর সামনে স্ত্রী গণধর্ষণের শিকার, এমন বীভৎস ঘটনার দায় কেউ এড়াতে পারে না। আমরা প্রতিটি ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
শুক্রবার (২ অক্টোবর) বিকালে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি প্রকাশিত এক প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেন, ‘জাতীয় পার্টির কারণে সংসদে জবাবদিহি নিশ্চিত হয়নি, এমন অভিযোগ সঠিক নয়। তিন জোটের রূপরেখা অনুযায়ী পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা হস্তান্তর করেন। তিন জোটের রূপরেখা অনুযায়ীই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নামে দেশে সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এমন সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে যে, যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই দলের প্রধানই প্রধানমন্ত্রী হবেন। সরকারি দলের বাইরে কারও কিছু করার ক্ষমতা থাকে না। কারণ, ৭০ ধারা অনুযায়ী দলীয় সিদ্ধান্তের বাইরে কোনও সংসদ সদস্য ভোট দিতে পারেন না। তাই বর্তমান সংসদীয় সরকার ব্যবস্থায় প্রকৃত গণতন্ত্র চর্চা সম্ভব নয়।’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান।