Thursday, December 7, 2023
Home > আঞ্চলিক সংবাদ > যৌন হয়রানির অভিযোগে সাতক্ষীরায় ছাত্রলীগ নেতা আটক

যৌন হয়রানির অভিযোগে সাতক্ষীরায় ছাত্রলীগ নেতা আটক

এপিপি বাংলা : সাতক্ষীরার কালিগঞ্জে এক তরুণীকে যৌন হয়রানির অভিযোগে এক ছাত্রলীগনেতাকে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে উপজেলার চৌবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।
অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম সোহেল গাজী (২০)। তিনি উপজেলার চৌবাড়িয়া গ্রামের ইমাদুল ইসলামের ছেলে ও ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন জানান, ছাত্রলীগনেতা সোহেল গাজী শুক্রবার গভীর রাতে স্থানীয় এক তরুণীর বাসায় গিয়ে যৌন হয়রানিকালে এলাকার লোকজন তাকে হাতে নাতে ধরে পুলিশে খবর দেয়। এঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে সোহেলের বিরুদ্ধে (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ১০ ধারায়) থানায় মামলা দায়ের করেছেন। আটক ছাত্রলীগনেতাকে বিকাল তিনটার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী নুর আহমেদ রনি জানান, এঘটনায় সোহেল গাজীকে ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে অপসারণসহ গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *