Friday, December 1, 2023
Home > বিনোদন > ৫ বছর পর জি বাংলায় ফিরছে মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার

৫ বছর পর জি বাংলায় ফিরছে মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার

এপিপি বাংলা : ৫ বছর পর জি বাংলা ফিরিয়ে আনছে তাদের স্ট্যান্ড আপ কমেডি রিয়ালিটি শো মীরাক্কেল।  ২০১৫ সালে শেষবার মানুষ দেখেছিল  মীরাক্কেল।  ১১ অক্টোবর প্রথম পর্ব।  সঞ্চালক সেই মীর আফসার আলি ওরফে  মীর।  পরিচালনায় সেই শুভঙ্কর চট্টোপাধ্যায়।  তবে,  মীর এবার একা নয়।  তার টিমে আছেন দুই টলিউড সুন্দরী পাওলি দাম ও সায়ন্তিকা বন্দোপাধ্যায়।  এছাড়াও আছেন দুই কমেডি কিং কাঞ্চন মল্লিক ও বিশ্বনাথ বসু।  তাহলে বোঝাই যাচ্ছে মীরাক্কেলের দশম  সিজনটি  কি রকম জমজমাট হবে।  ২০০৬ সালে জি বাংলায় মীরাক্কেল শুরু হয়।  ২০১৫ পর্যন্ত একটানা চলে।  কিন্তু প্রতিদ্বন্দ্বী স্টার জলসা স্ট্যান্ড আপ কমেডি আনার ব্যবস্থা করতেই মীরাক্কেলকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় জি বাংলা।  এবারও দুই বাংলার প্রতিযোগীদের দেখা যাবে মীরাক্কেলে।  শুধু বিচারকের আসনে দেখা যাবে না শ্রীলেখা মিত্র,  রজতাভ দত্ত ও পরাণ বন্দোপাধ্যয়কে।  নতুন জুরিরা আসছেন।  কারা তারা?   সাসপেন্স রাখতে চাইছে জি বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *