Wednesday, November 29, 2023
Home > আঞ্চলিক সংবাদ > রোহিঙ্গা ক্যাম্পে দুগ্রুপের সংঘর্ষে নিহত ৪

রোহিঙ্গা ক্যাম্পে দুগ্রুপের সংঘর্ষে নিহত ৪

এপিপি বাংলা : কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী বাহিনীর সংঘর্ষে আবারও ৪ জন নিহত হয়েছে। নিহতরা রোহিঙ্গী শীর্ষ সন্ত্রাসী মুন্না গ্রুপের সদস্য। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে চলা সংঘর্ষে এই ৪ জন নিহত হয়।

রোহিঙ্গারা জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা পাচার, চাঁদাবাজি, অপহরণ নিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী মুন্না বাহিনীর সাথে আরেক সন্ত্রাসী বাহিনীর দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলে আসছিলো। আজ মঙ্গলবার সন্ধ্যায় উভয় গ্রুপ আবার সংঘর্ষে লিপ্ত হয়। দীর্ঘ ১ ঘন্টা উভয় গ্রুপের মাঝে থেমে থেমে গোলাগুলি হয়। ভারি অস্ত্রের পাশাপাশি দেশীয় অস্ত্র নিয়েও উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় ৪ জন নিহত। নিহতদের মধ্যে সন্ত্রাসী মুন্নার ভাই গিয়াস ও রয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন সূত্রে ৪ জন নিহত হওয়ার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

যোগাযোগ করা হলে উখিয়া থানার ওসি আহম্মদ সনজুর মোরশেদ জানান, আমরা ৪ জন নিহত হওয়ার সংবাদ পেয়েছি। এখন ঘটনাস্থলে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *