মোঃ শামসুদ্দিন জুয়েল : মানব সভ্যতার কোন জায়গায় দাঁড়িয়েছে আজ বাংলাদেশ। চার দিকে আজ শুধু ভয়, আতংক, কান্না আহাজারি আর সম্ভ্রম রক্ষার আঁকুতি।
প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে ধর্ষণের মতো জঘন্যতম ন্যাক্কারজনক ঘটনা। গোটা বাংলাদেশে আজ ধর্ষণের প্রতিবাদে চলছে তীব্র প্রতিবাদ আর নিন্দা। ধর্ষণ মুক্ত বাংলাদেশের দাবিতে দেশের তৃণমুল থেকে শুরু করে সর্বপেশার মানুষ করছেন আজ ধর্ষণের প্রতিবাদ।
এদিকে ধর্ষণ আর নারী নির্যাতনের প্রতিবাদে নিবর প্রতিবাদ চলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ফেসবুকের প্রোফাইলে কালো প্রতিক ব্যবহার করে সোস্যাল মিডিয়াতে ধর্ষণের বিরুদ্ধে নিরব প্রতিবাদ চলছে। এতে করে ফেসবুকে আঁধার নেমে এসেছে।