Thursday, December 7, 2023
Home > জাতীয় সংবাদ > ধর্ষণের বিচার দাবীতে রাজপথে তারকা জুটি সানি-মৌসুমী

ধর্ষণের বিচার দাবীতে রাজপথে তারকা জুটি সানি-মৌসুমী

এপিপি বাংলা : ধর্ষকের শাস্তি হোক মৃত্যুদণ্ড−এমন দাবিতে সোচ্চার হলো বাংলাদেশ। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি পথে পথে প্রতিবাদের প্ল্যাকার্ড আর শ্লোগান নিয়ে মাঠে নেমেছে মানুষ। এবার সেই গণমানুষের কাতারে এসে একই দাবি নিয়ে রাজপথে দাঁড়ালেন দেশের অন্যতম তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী।
তারকারা ফেসবুকে ধর্ষণবিরোধী আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করলেও রাজপথে নামার দৃষ্টান্ত এই দম্পতিই প্রথম দেখালেন।
টিম পজিটিভ বাংলাদেশের (টিপিবি) ব্যানারে নোয়াখালীসহ সারাদেশে ধর্ষণ ও যৌন নিপীড়নের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এই দুই তারকা বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক মানববন্ধনে অংশ নেন।
এ প্রসঙ্গে ওমর সানি বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য নির্দিষ্ট কোনও জায়গার দরকার হয় না। প্রয়োজন শুধু ইচ্ছার। ইচ্ছা থাকলে পৃথিবীর যে কোনও জায়গা থেকে প্রতিবাদ করা যায়। প্রতিবাদের কোনও দল নেই। নিরাপদ থাক দেশের মানুষ, এটাই আমাদের প্রত্যাশা। সেই তাগিদেই সেদিন অন্যদের সঙ্গে আমরাও দাঁড়িয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *