Tuesday, December 5, 2023
Home > আন্তর্জাতিক > মুক্তির পর যা বললেন কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি

মুক্তির পর যা বললেন কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি

এপিপি বাংলা : কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, কারাগারে থাকাকালীন সময়ে ৫ আগস্টের কালো রায় আমার অন্তরে আঘাত করেছে। কোন কাশ্মিরী এই ৫ আগস্টের অপমান মেনে নিতে পারে না।

বেসরকারী টিভি ডন নিউজ জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি মুক্তির পর এক অডিও বার্তায় এ কথা বলেন।

অডিও বার্তায় তিনি বলেন, কাশ্মির ইস্যু সমাধানের জন্য আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। সংগ্রামের পথ সহজ নয় কিন্তু আমরা দৃঢ় সংকল্প ও সাহস দিয়ে সফল হবো।

তিনি আরও বলেন, কারাগারে থাকাকালীন সময়ে ৫ আগস্টের কালো রায় আমার অন্তরে আঘাত করেছে। কোন কাশ্মিরী এই ৫ আগস্টের অপমান মেনে নিতে পারে না।

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারতের কেন্দ্রীয় সরকার। এরপরই মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লাহ, অন্যান্য রাজনৈতিক নেতা এবং স্বাধীনতাকামী নেতাদের গৃহবন্দি করা হয়। এক বছরেরও বেশি সময় ধরে আটকে রাখার পর গতকাল মঙ্গলবার ৯টা ৪৫ মিনিটে মেহবুবা মুফতি মুক্তি দিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *