Saturday, December 2, 2023
Home > জাতীয় সংবাদ > ভারত বাংলাদেশ বিমান চলাচল ২৮ অক্টোবর থেকে

ভারত বাংলাদেশ বিমান চলাচল ২৮ অক্টোবর থেকে

এপিপি বাংলা : বাংলাদেশ ভারত ফ্লাইট চালুর ব্যাপারে ভারত ‘এয়ার বাবল’ প্রস্তাব প্রেক্ষিতে বাংলাদেশের আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ২৮ অক্টোবর ফ্লাইট চলাচলের জন্য তারিখ নির্ধারণ করা হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালযয়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ অক্টোবর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১৩টি এবং নভোএয়ারের একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

গত মাসে ফ্লাইট চালু করতে প্রস্তাব দেয় ভারত। তাতে সপ্তাহে ভারতের পাঁচটি এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইট পরিচালনার কথা বলা হয়। বাংলাদেশের পক্ষ থেকেও তিনটি এয়ারলাইন্সের সপ্তাহে ২৮টি ফ্লাইট চালানোর বিষয় প্রস্তাব দেয়া হয়। ভারত এই প্রস্তাবে সম্মত হলে আগামী ২৮ অক্টোবর থেকে চলবে ফ্লাইট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমাদের সিদ্ধান্তগুলো লিখিত প্রস্তাব তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে জানানো হবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *