Thursday, December 7, 2023
Home > জাতীয় সংবাদ > বিশিষ্ট সাংবাদিক শরিফুল ইসলাম খানের মা আর নেই, বিভিন্ন মহলের শোক

বিশিষ্ট সাংবাদিক শরিফুল ইসলাম খানের মা আর নেই, বিভিন্ন মহলের শোক

এপিপি বাংলা : বাংলাদেশ অনলাইন মিডিয়ায় এসোসিয়েশনের কার্যকরী সভাপতি,উত্তরা মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক  ও টোটাল নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মোঃ শরিফুল ইসলাম খানের আম্মা সোছাঃ নুরজাহান বেগম (৬৮) হার্ট এট্যাক করে উত্তরা আধুনিক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ বিকাল আনুমানিক ৩ ঘটিকার সময়  ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বাদ মাগরিব টঙ্গী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের প্রথম জানাজার নামাজ সম্পন্ন হয়। পরে গ্রামের বাড়ি লৌহজং এর সাতঘড়িয়া কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

মরহুমা মৃত্যুকালে ২ ছেলে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ  অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

বাংলাদেশ অনলাইন মিডিয়ায় এসোসিয়েশনের কার্যকরী সভাপতি,উত্তরা মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক  ও টোটাল নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মোঃ শরিফুল ইসলাম খানের আম্মার মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি,  বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলম,  সাধারণ সম্পাদক নাসিমা খান মন্টি, সংগঠনের প্রধান উপদেষ্টা নাঈমুল ইসলাম খান, উত্তরা মিডিয়া ক্লাবের সভাপতি জাকারিয়া পিন্টু,সাবেক প্রধান তথ্য কমিশনার আজিজুল রহমান আজিজ সহ বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনের শোক ও সমবেদনা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *