Wednesday, December 6, 2023
Home > আঞ্চলিক সংবাদ > আখাউড়া স্থলবন্দর ৫ দিনের দুর্গাপূজার ছুটি

আখাউড়া স্থলবন্দর ৫ দিনের দুর্গাপূজার ছুটি

মোঃ শামসুদ্দিন জুয়েল : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পাঁচদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে আগামী ২৬ অক্টোবর (সোমবার) পর্যন্ত বন্দর দিয়ে ভারতে পণ্য রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে দু’দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ২৭ অক্টোবর থেকে যথারীতি পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ ও শতাভাগ রফতানিমুখী বাংলাদেশের আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় মাছ, সিমেন্ট, প্লাস্টিক, ভোজ্য তেল ও ফলমূলসহ বিভিন্ন পণ্য রফতানি হয়ে থাকে। রফতানিকৃত পণ্য আগরতলা থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে সরবরাহ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *