এপিপি বাংলা : ফরিদপুরের মধুখালী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের মধুখালী উপজেলা সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু (৫৭) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২৫ অক্টোবর জ্বর-কাশি ও ডায়াবেটিসে অসুস্থ হলে তাকে ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার করোনাসহ অন্যান্য পরীক্ষা দিলে তার শরীরে করোনা পজিটিভ আসে।
নিহতের স্বজনরা জানান, রোববার তার অবস্থা মারাত্মক অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তিনি করোনা ছাড়াও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান, সংসদ সদস্য মোঃ মনজুর হোসেন, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন ও মধুখালী প্রেসকাব থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।