শেখ সিরাজুল ইসলাম : বাংলাদেশ আওয়ামীযুবলীগের নব গঠিত কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন সরাইলের নাজিম উদ্দিন। শনিবার ঘোষিত পূর্নাঙ্গ কমিটির সদস্য। নাজিম সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামের প্রয়াত মতিউর রহমানের ছেলে।তার ঘনিষ্ট সুত্রমতে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার মধ্যদিয়ে রাজনীতিতে অভিষেক তার। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ(রিপন-সায়ীদ)ধর্মবিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী (সোহাগ-নাজমুল)কমিটির সদস্য ছিলেন।
সরাইল উপজেলা আওয়ামীলীগের বর্তমান আহবায়ক কমিটির সদস্য। তিনি রাজনীতির বাইরে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যুক্ত রয়েছেন।ঢাকাস্থ সরাইল থানা সমিতির প্রচার সম্পাদক ও ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির কার্যকরী সদস্য, ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির আজীবন সদস্য ও রোটারিক্লাব অব ঢাকা প্রিমিয়ার (মিরপুর) সহ সভাপতির দায়িত্বে থেকে সেবামুলক কর্মকান্ডে জড়িত। যুবলীগের কেন্দ্রীয় সদস্য হওয়ায় বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছেন। অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আবু তালেব মিয়া বলেন-“আমাদের এলাকার সন্তান নাজিম উদ্দিন যুবলীগের কেন্দ্রীয় সদস্য হওয়ায় আমরা আনন্দিত।”