বিজয়নগর প্রতিনিধি : মুজিব শতবর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (২২ ডিসেম্বব) বিকাল ৪ টায় উপজেলার হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও ইছাপুরা ইউনিয়নের চেয়ারম্যান মো: জিয়াউল হক বকুলের সভাপতিত্বে এবং ছাত্রলীগনেতা মো: সুমন এর সঞ্চলায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট লোকমান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি রুমেল আল ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক পার্থ কিবরিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী সালাহ উদ্দিন সেলিম, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শাহজাহান, উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক রাজীব চন্দ্র বণিক রাজু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: হুমায়ূন কবীর প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন স্বেচ্ছাসেবক লীগনেতা আমানুর রশিদ ভূঁইয়া, মো: উসমান গণি, সালাহ উদ্দিন সরকার, মো: কায়েস, ইউনিয়ন যুবলীগের সভাপতি কাউছার আহমেদ, সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল মামুন রমজান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সুর্নিমল সাহা।