Wednesday, October 4, 2023
Home > আন্তর্জাতিক > এবার তুরস্কে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত, যুক্তরাজ্য থেকে প্রবেশ নিষিদ্ধ

এবার তুরস্কে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত, যুক্তরাজ্য থেকে প্রবেশ নিষিদ্ধ

এপিপি বাংলা : করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড বিশ্ব। এরইমধ্যে আতঙ্ক বাড়াচ্ছে করোনার নতুন স্ট্রেইন। নতুন করোনাভাইরাস ছড়িয়ে পরা দেশগুলোর তালিকায় সর্বশেষ সংযোজন তুরস্ক। দেশটিতে ১৫ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের নতুন রূপ।

শুক্রবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফারেত্তিন কোজা এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি টুইট বার্তায় লিখেছেন, ‘আমাদের দেশে নতুন করোনাভাইরাস আছে কিনা সেটা জানতে আমরা তদন্ত চালাই এবং ১৫ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত করা হয়। যারা প্রত্যেকেই যুক্তরাজ্য থেকে ফিরেছেন। তবে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। ’

তিনি আরো জানান এই ঘটনার পর যুক্তরাজ্য থেকে তুরস্কে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া যে ১৫ জন যুক্তরাজ্য থেকে তুরস্কে এসেছেন, তাদের সংস্পর্শে যারা গিয়েছে তাদের সকলকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

শুক্রবার তুরস্কে নতুন করে ১২ হাজার ২০৩ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ২১২ জন।

ইউরেশিয়ার দেশটিতে এ পর্যন্ত ২২ লাখ ২০ হাজার জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ২১ হাজার ৯৩ জন।

 

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *