এপিপি বাংলা : নেত্রকোনার কলমাকান্দায় রাস্তা থেকে মো.শেনারুল মন্ডল (২৫) নামে এক অটোরিকশা চালকের লঅশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের ধারণা, সোমবার রাত সাড়ে নয়টার দিকে ঘটে এই ঘটনা ঘটতে পারে। নিহত ওই অটোচালক কলমাকান্দা উপজেলার পাবই গ্রামের আব্দুল কাদির মন্ডলের ছেলে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নেত্রকোনা-কলমাকান্দা সড়কের আশারাণী সেতু এলাকা থেকে এক অটোরিকশা চালককে রক্তাক্ত অবস্থায় সোমবার রাত সাড়ে নয়টার দিকে দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনাটি কেন ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। এর সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।