Wednesday, October 4, 2023
Home > বিনোদন > জয়া উঁচু মানের অভিনেত্রী: ঋত্বিক

জয়া উঁচু মানের অভিনেত্রী: ঋত্বিক

এপিপি বাংলা : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের প্রখ্যাত অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জয়া সম্পর্কে বলেন, উনি উচু মানের অভিনেত্রী।

শুক্রবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। জয়ার সঙ্গে একটি শর্ট ফিল্মে কাজ করেছেন ঋত্বিক। সেখানে দুজনের পরস্পরের সম্পর্কে জানাশোনা।

ঋত্বিক বলেন, ইন্দ্রনীল রায় চৌধুরীর শর্ট ফিল্ম ‘ভালবাসার শহর’-এ একটি দৃশ্য ছিল দু’জনের। অভিনেতা হিসেবে যখন কাজ করি, তখন তো আলাদা করে রসায়নের বিষয় মাথায় রাখি না। চিত্রনাট্য, মুহূর্ত সব মিলিয়ে হয়তো পুরো বিষয়টা জমাট বাঁধে।

ঋত্বিক আরও বলেন, শিল্পী ভালো হলে, তারা হয়তো আরও পরত যোগ করেন দৃশ্যে। খুব খারাপ অভিনেতা হলে আমি বুঝতে পারি না, ভাল করছে না কি খারাপ করছে। তবে জয়া খুব উঁচু মানের অভিনেত্রী। সেটা জানি বলেই বলছি, ‘বিনিসুতোয়’ ওকে ভাল লাগবে।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *