এপিপি বাংলা : ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় অটোভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন।
বুধবার ভোরে উপজেলার বইলর-কালির বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভ্যানচালক সৈয়দ আলী (৫৫) উপজেলার কাঁঠাল ইউনিয়নের শিংরাইল গ্রামের মৃত আব্দুল গনির ছেলে ও আতিকুল ইসলাম (৫০) একই ইউনিয়নের বনগ্রাম গ্রামের মৃত পীর বক্স শেরের ছেলে।
ত্রিশাল ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে উপজেলার বইলর-কালির বাজার সড়কে দ্রুতগামী একটি প্রাইভেটকার, অপরদিক থেকে আসা অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক সৈয়দ আলী নিহত হন।
পরে গুরুতর অবস্থায় যাত্রী আতিকুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া পর তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ত্রিশাল থানার ওসি মো. মাইন জানান, ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।