Tuesday, May 30, 2023
Home > জাতীয় সংবাদ > যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে এনআরবিসি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর

যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে এনআরবিসি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর

এপিপি বাংলা : যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিত যুবদের পুঁজি/ঋণ সহায়তা প্রদানপূর্বক আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর ও এনআরবিসি ব্যাংকের মধ্যে আজ এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকাস্থ ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন ও এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল। সমঝোতা স্মারকে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো: আজহারুল ইসলাম খান ও এনআরবিসি ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজকের এ সমঝোতা স্মারক স্বাক্ষর দেশে নারীর ক্ষমতায়ন ও যুব সমাজের সার্বিক কর্মসংস্থান সৃষ্টিতে এক অনন্য মাইলফলক। এ চুক্তির মাধ্যমে প্রশিক্ষিত অধিকসংখ্যক যুবক স্বল্প সুদে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা গ্রহন করতে পারবে।
তবে দুই পক্ষের আলোচনা সাপেক্ষে বিশেষ ক্ষেত্রে ও প্রকল্প ভেদে ঋণের পরিমাণ ১০ লক্ষ টাকার উপরেও বৃদ্ধি করা যেতে পারে।এছাড়া , এনআরবিসি ব্যাংকের ঋণ প্রাপ্তিতে উদ্যোগী আত্মকর্মী যুবরাও যেমন প্রাধান্য পাবে তেমনি ট্রান্সজেন্ডার (তৃতীয় লিঙ্গ/হিজরা) সম্প্রদায় এবং বিশেষ চাহিদা সম্পন্ন যুবরাও উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার সুযোগ পাবে।
তিনি যুবসমাজকে সরকার প্রদত্ত এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় সকল সুযোগ সুবিধা গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত ভিশন-২০৪১ এর আলোকে একটি সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠনে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।

সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন উল্লেখ করেন, যুবসমাজের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এবং দেশে বিদেশে শোভন কর্মসংস্থানে নিযুক্তির অভিপ্রায়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুযোপযোগী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। আজকের এ সমঝোতা স্মারক স্বাক্ষর তারই একটি প্রকৃষ্ট উদাহরণ।
এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বিশেষ অতিথির বক্তব্যে বলেন, এনআরবিসি ব্যাংকের মাধ্যমে দক্ষ ও যোগ্যতাসম্পন্ন যুবদেরকে ঋণ সহায়তা প্রদান তাদেরকে উন্নয়ন উদ্যোগী হিসেবে গড়ে তুলতে যুগান্তকারী পদক্ষেপ রাখবে। তিনি আগামিতে যুব উন্নয়ন অধিদপ্তরের পাশে থেকে যুব সম্প্রদায়ের ক্ষমতায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে মহাপরিচালক মোঃ আজহারুল ইসলাম খান সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে উল্লেখ করেন , যুববান্ধব এ সমঝোতা স্মারকটির মাধ্যমে কর্মপ্রত্যাশী যুবদের ঋণ প্রাপ্তিতে সহায়ক হবে , যা তাদের প্রকল্প ও খামার সম্প্রসারণে তাদেরকে উদ্যমী করে তুলবে। যুব কর্মচাঞ্চল্যের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শ‍হুরে এলাকার যুবদের মাঝে কর্মবলয়ের সৃষ্টি হবে। তিনি আরো বলেন,প্রথম পর্যায়ে দুই বছরের জন্য চুক্তির মেয়াদ বহাল থাকলেও পরবর্তীতে উভয় পক্ষের সম্মতিতে মেয়াদ বৃদ্ধির সুযোগ রাখা হয়েছে এ চুক্তিতে।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *