Monday, May 29, 2023
Home > জাতীয় সংবাদ > লক্ষ্যমাত্রা ছাড়ালো গণটিকা কার্যক্রম; চলবে আরও দু’দিন

লক্ষ্যমাত্রা ছাড়ালো গণটিকা কার্যক্রম; চলবে আরও দু’দিন

এপিপি বাংলা : ক্ষ্যমাত্রা ছাড়িয়েছে গণটিকা কার্যক্রম। ৩ লক্ষ ৩৭ হাজার ৫০০ জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা থাকলেও আজ ৩ লক্ষ ৬১ হাজারের বেশি লোকের ওপর কোভিড-১৯ টিকা প্রয়োগ করা হয়েছে।

আজ প্রতি ওয়ার্ডে ৯টি করে দক্ষিণ সিটির সর্বমোট ৬৭৫ কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হয়।

প্রতি কেন্দ্রে ৫০০ জনকে টিকা প্রয়োগের লক্ষ্যমাত্রা নিয়ে পরিচালিত হওয়া আজকের এই কার্যক্রমে সর্বমোট ৩ লক্ষ ৩৭ হাজার ৫০০ জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা থাকলেও মূলত ৩ লক্ষ ৬১ হাজার ৭৯৬ জন টিকা নেন। ফলে, লক্ষমাত্রার চাইতে ২৪ হাজার ২৯৬ জন বেশি টিকা গ্রহণ করেন।

এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের অনুরোধের প্রেক্ষিতে আগামীকাল ও আগামী পরশু (২৭ ও ২৮ ফেব্রুয়ারি) এই গণটিকা কার্যক্রম চলবে।আগামীকাল ও আগামী পরশু প্রতি ওয়ার্ডে ৪টি করে কেন্দ্র হিসেবে দক্ষিণ সিটির সর্বমোট ৩০০ কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *