সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্র পতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩ তম জন্মদিন পালিত হয়েছে। এই উপলক্ষে কালিকচ্ছ বাজার জাতীয় পার্টির কার্যালয়ে রবিবার সকাল ১১ টায় সাবেক ইউ,পি চেয়ারম্যান হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও শেখ মোঃ মামুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা,বিশেষ অতিথি ছিলেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হক মৃধা, কালীকচ্ছ ইউ,পি চেয়ারম্যান মোঃ সায়েদ হোসেন,অরুয়াইল ইউ,পি চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়া । ওলামা পার্টির নেতা সিফায়েত উল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জন্মবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। বক্তব্য রাখেন ছাত্রসমাজের কামরুল ইসলাম, ওলামা পার্টির নেতা সুমন পারভেজ, উপজেলা ছাত্র সমাজের সাধারন সম্পাদক রাসেল লস্কর ও সভাপতি হুসেইন শাওন,
ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য এম,এ মজিদ বক্স, ইউনিয়ন জাপার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সামসু মিয়া,ইউনিয়ন জাপার সভাপতি মোঃ জজ মিয়া প্রমুখ।বক্তাগণ পল্লী বাংলা সহ দেশের সামগ্রিক উন্নয়নে এরশাদের অবদানকে স্মরণ করেন। এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন। দোয়া পরিচালনা করেন ওলামা পার্টির সভাপতি ও শিক্ষক মাওঃমুফতী সাদ্দাম হোসেন। অনুষ্ঠান শেষে কেক কাটার মাধ্যমে জন্মদিনের আনুষ্ঠানিকতার সমাপ্তি হয়।
সরাইলে সাবেক রাষ্ট্র পতি এরশাদের ৯৩ তম জন্মদিন পালিত

Like & Share