এপিপি বাংলা : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় সমাপনী দিনে ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ এর প্রায় ২৫ জন ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ব্যতিক্রমী জমজমাট সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণভরে উপভোগ করলেন বিজয়নগরবাসী।
২৩ মার্চ বুধবার সন্ধ্যায় বিজয়নগর উপজেলা পরিষদ মাঠে এ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত কলেজের পদার্থ বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফেরদৌস মিয়ার এর উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল,নির্বাচন অফিসার মোঃ রফিকুল ইসলাম,ইসলামপুর আলহাজ্ব কাজী শফিকুল ইসলাম কলেজের অধ্যক্ষ হাফেজ শফিকুর রহমান,উপাধ্যক্ষ মোঃ জহির উদ্দিন, ইংরেজি প্রভাষক আল আমিন,বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত,সাবেক সভাপতি সারোয়ার হাজারী পলাশ ও উক্ত কলেজের শতাধিক ছাত্রছাত্রীসহ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার সর্বস্তরের জনসাধারণ।