Wednesday, March 22, 2023
Home > খেলাধূলা > এশিয়া কাপে একমাত্র বাংলাদেশি ধারাভাষ্যকার আতহার আলি

এশিয়া কাপে একমাত্র বাংলাদেশি ধারাভাষ্যকার আতহার আলি

এপিপি বাংলা : আগামী ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে এশিয়া কাপের আসর। এবারের আসরের জন্য ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে ধারাভাষ্যকারদের প্যানেল। সেই প্যানেলে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন ধারাভাষ্যকার আতহার আলি খান।

এশিয়া কাপে ইংরেজি ধারাভাষ্যের জন্য ১০ জনের প্যানেল নির্বাচন করেছে আসরের অফিসিয়াল ব্রডকাস্টার। সেই প্যানেলে ভারত থেকে রয়েছেন সর্বোচ্চ পাঁচজন, পাকিস্তান থেকে দুইজন এবং শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও বাংলাদেশ থেকে একজন করে ধারাভাষ্যকার সুযোগ পেয়েছেন।

ভারতের পাঁচ ধারাভাষ্যকার হচ্ছেন, দেশটির সাবেক ক্রিকেটার এবং কোচ রবি শাস্ত্রী, ইরফান পাঠান, গৌতম গম্ভির, দীপ দাশগুপ্ত ও সঞ্জয় মাঞ্জরেকার।

এছাড়া পাকিস্তানের কিংবদন্তি পেসারদ্বয় ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস এবং শ্রীলঙ্কার রাসেল আর্নল্ড, নিউজিল্যান্ডের স্কট স্টাইরিস ও বাংলাদেশের আতহার আলি খানকে দিয়ে পূর্ণতা পেয়েছে ১০ জনের ধারাভাষ্যকারের প্যানেল।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *